চট্টগ্রামের পটিয়ায় এক তরুণীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাই করা হয়। পরে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলে ওই তরুণী পুলিশে খবর দেয়। পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে। এর আগে তাদের স্থানীয় জনতা গণধোলাই দেয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হরিনখাইন আইডিয়াল স্কুলের সামনে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই তরুণীর নাম সামিরা শাওন (২২)। তিনি একটি বেসরকারি হাসাপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার জামাল উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, সামিরা বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে যেতে গাড়ির জন্য তালতলা এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিএনজি অটোরিকশা করে পাঁচ ছিনতাইকারী এসে তাকে গাড়ি তুলে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে মহাসড়কে নামিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার অটোরিকশাটি আসা-যাওয়া করে। মানুষের আনাগোনা বেশি থাকায় তাকে নামিয়ে দিতে ব্যর্থ হয়ে চেতনানাশক ইনজেকশন দেওয়া চেষ্টা করে তারা। কিন্তু ওই নারী আকুতি করলে আর ইনজেকশন দেয়নি অপহরণকারীরা।
একপর্যায়ে দুপুর ২টায় দিকে মহাসড়কের বোর্ড অফিস এলাকায় তাকে সিএনজি থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর ওই নারী পুলিশকে বিষয়টিঅবহিত করলে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারী ধরা পড়ে। এসময় স্থানীয় জনতা ছিনতাইকারীদের গণধোলাই দেয়।
ডিজে