২০ বিশ্ববিদ্যালয়ের ১০০ আইন শিক্ষার্থী নিয়ে ৩ দিনের বুট ক্যাম্প শুরু

দেশব্যাপী আইন শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি ও আইন পেশার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে শুরু হয়েছে তিন দিনব্যাপী লিগ্যাল স্কিলস বুট ক্যাম্প-২০২৫।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে ক্যাম্পের উদ্বোধন করা হয়। হিউম্যান রাইটস অবজারভেশন সেন্টারের (এইচআরওএস) আয়োজনে এ বুট ক্যাম্পে অংশ নিচ্ছেন দেশের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। উপস্থিত ছিলেন ক্যাম্পের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী হিউম্যান রাইটস অবজারভেশনের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সালেহ আকরাম।

আমন্ত্রিত অতিথিবৃন্দ আয়োজকদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নতুন মাইলফলক আমাদের শিক্ষার্থীদের ন্যায়ের পক্ষে কথা বলা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করবে। এরই পাশাপাশি শিক্ষার্থীরা শুধু পেশাগত দক্ষতা নয় বরং নেতৃত্বগুণ এবং শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক গড়তে পারবে বলে মনে করছেন তারা।

তিন দিনব্যাপী এই ক্যাম্প সমাপ্ত হবে ২০ সেপ্টেম্বর। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন এবং বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরিচালক কাজী মাহফুজুল হক সুপন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm