আনোয়ারায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বাঁশখালীর সরল ইউনিয়নের ৮ নম্বর পাইরাং ওয়ার্ডের শামসুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (৪০) ও সাধনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলি আহমদের ছেলে মোহাম্মদ রাসেল (৩২)।

এছাড়া আহতরা হলেন—বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। তবে তৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, বাঁশখালী চাম্বল থেকে যাত্রী নিয়ে আসার সময় মাজার গেট এলাকায় শহর থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যান এবং সিএনজির আরও দুই যাত্রীকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সিএনজিটি ধুমড়েমুচড়ে গেছে।

এ ঘটনায় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে পুলিশ, বিস্তারিত পরিদর্শন শেষে জানা যাবে।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm