পটিয়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিকালে পটিয়ার একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।

প্রধান অতিথি বক্তব্যে এনামুল হক এনাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বাংলাদেশের সাধারণ জনগণের হৃদয়ে গেঁথে আছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক শহীদ জিয়া মৃত্যুর ভয়কে উপেক্ষা করেই স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে রক্তে কেনা লাল-সবুজের বাংলাদেশকে ছিনিয়ে এনেছে।

তিনি বলেন, শহীদ জিয়া বাংলাদেশের জনগণকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্ত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে জনতার জিয়া বিচার প্রশাসনকে নিরপেক্ষ, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন। তিনি এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আন্দোলন চলমান থাকবে।

এনাম আরও বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসংখ্য দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি। গত ৫ আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি।গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নয়তো দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, ইসমাইল হোসেন, মাহাবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, জেলা যুবদলের সহ-সভাপতি হাজী আবদুল মন্নান তালুকদার, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, জাহাঙ্গীর আলম, পেশাজীবি দলের কেন্দ্রীয় নেতা সেলিম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মো. জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর সাইফুর রহমান, সদস্য সচিব আবদুল কাদের, পৌরসভা শ্রমিক দলের সভাপতি আবছার উদ্দীন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, বিএনপি নেতা মাহবুবুল আলম চেয়ারম্যান, আকমল হোসেন জামাল চেয়ারম্যান, হাজী ইব্রাহিম সওদাগর, শরীফ উদ্দীন চৌধুরী, মোহাম্মদ হাসান, দিদারুল আলম সিকদার, আহমদ হোসেন, নুরুল আকতার মেম্বার, মাহবুল আলম, আবদুল আলম মেম্বার, জাকের মেম্বার, রেজাউল করিম, নুরুল আবছার চৌধুরী, মো. ইউনুস, মন্জুর আলম চৌধুরী, এস এম হাবিব উল্লাহ।

আলোচনা সভার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm