চট্টগ্রামের পটিয়ায় প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। এ সময় ১৩৮ জন চাষীকে ২৫ কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়।
শনিবার (৩১ মে) পটিয়া উপজেলা পরিষদ হল রুমে এ কার্যক্রমের আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এ সময় খাদ্য বিতরণের সময় মৎস্যচাষীদের পুকুর প্রস্তুতি, কার্প ফ্যাটেনিং এবং মাছের রোগবালাই সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।
মৎস্য খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহাব উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জামাল হোসেন।
আরও উপস্হিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহম্মেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াছ, যুগ্ম আহ্বায়ক মো. তারেক আজিজ, মো. আমির, যুবদল নেতা গাজী মোহাম্মদ মনির, বিএনপি নেতা আবসার উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান প্রন্তিক চাষীদের উদ্দেশ্যে বলেন, সরকার সবসময় প্রান্তিক কৃষক ও মৎস্যচাষীদের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
চলতি ২০২৪-২৫ অর্থ বছরের আগস্ট মাসের আকষ্মিক বন্যায় পটিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে এসব মৎসখাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
ডিজে