সাতকানিয়ায় বাসা ভাড়া নিয়ে নারীর ইয়াবার কারবার

৭ এনআইডি ও ১৫ জন্ম নিবন্ধন উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বাসা ভাড়া নিয়ে সেখানে ইয়াবার কারবার করতেন তিনি। এছাড়া তার কাছ থেকে ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্ম নিবন্ধন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার বাসিন্দা ফরিদ উদ্দিনের ভাড়া বাসার তৃতীয় তলার ১১০ নম্বর ফ্ল্যাট থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নুরুন্নাহার বেগম (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার বাসিন্দা এজাহার হোসেনের মেয়ে।

তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ব্যবসায়ী পাড়ার একটি ভাড়া বাসায় ইয়াবার চালান ক্রয়-বিক্রয় হবে—এমন গোপন সংবাদ পায় যৌথ বাহিনী। এরপর তারা সেখানে গিয়ে নুর নাহার বেগমকে হাতেনাতে আটক করে। পরে নুরুন্নাহারকে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ১৫টি সিম কার্ড, ৭টি ভোটার আইডি কার্ড, ১টি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্মনিবন্ধন ও ২টি টেকনাফ শাখা কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফের ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm