চট্টগ্রামে সোমবার বিকাল পর্যন্ত হবে বৃষ্টি, রোদের দেখা মিলবে মঙ্গলবার

চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টায় ১৮৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত। তবে সোমবার দিনেরবেলা পর্যন্ত বৃষ্টি হলেও বিকাল থেকে তা কমবে। এছাড়া মঙ্গলবার থেকে রোদের দেখা মিলবে।

শনিবার (৩১ মে) ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টির এ তথ্য রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি।

এদিকে রোববার সারাদিন টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি এক হয়ে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাটসহ অনেক এলাকায় ছিল হাঁটু পানি থেকে কোমর সমান পানি।

পতেঙ্গার আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘টানা বৃষ্টিপাত কমবে সোমবার বিকাল থেকে। মঙ্গলবারে দেখা মিলবে রোদের। তারপর কয়েকদিন আবার ভ্যাপসা গরম থাকবে। ঈদে চট্টগ্রামে বিক্ষিপ্তভাবে কয়েক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

টানা বৃষ্টিতেও গরম অনুভূত কেন বেশি হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে গরম অনুভূত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ থেকে ৯৭ শতাংশ। যা সচরাচর ৭০ থেকে ৭৫ শতাংশ থাকে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার সন্ধ্যার পর থেকে নগরীতে আর বৃষ্টি ছিল না। তবে আকাশ মেঘলা ছিল।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm