ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে যাত্রীসেবায় প্রস্তুত রাখা হয়েছে ট্রেনের ১০০টি কোচ এবং ৫৫টি লোকোমোটিভ (ইঞ্জিন)। একইসঙ্গে যাত্রী পরিবহনে থাকবে একজোড়া ‘ঈদ স্পেশাল’। তবে সব ধরনের আন্তঃনগর, মেইল, কমিউটার ট্রেন ঈদের দিন বন্ধ থাকলেও পরেরদিন থেকে যথারীতি চলাচল করবে।
বৃহস্পতিবার (২৯মে) নগরীর পাহাড়তলী ওয়ার্কশপ এবং ডিজেলশপ থেকে এসব তথ্য জানা গেছে। সেখানে কোচ ও লোকোমোটিভ মেরামতের কাজ চলছে।
জানা গেছে, আগামী ৪ জুন থেকে ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ে চট্টগ্রামে যাত্রীসেবায় স্পেশালসহ আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন রুটে চলাচল করবে। ইতোমধ্যে ১০০ কোচের মধ্যে ৭০টি মেরামত শেষে ইয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে।
ট্রেন চলাচল নিরবিচ্ছিন্ন করতে ৫০টি লোকোমোটিভ প্রস্তুত রাখা হলেও আরও ৫টি মেরামত করে ৫৫টি লোকোমোটিভ প্রস্তুত করা হচ্ছে। তবে এখনও দুটি লোকোমোটিভ মেরামতের অপেক্ষায় রয়েছে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে একজোড়া ‘ঈদ স্পেশাল’ ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি রেক দ্বারা চলাচল করবে। এর মধ্যে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’ চট্টগ্রাম থেকে ছাড়বে দুপুর ৩টা ২০ মিনিটে এবং চাঁদপুরে পৌঁছবে রাত ৮টা ১৫ মিনিটে। ট্রেনটি আগামী ৪ জুন থেকে ৬ জুন এবং ফিরতি যাত্রায় ৯ থেকে ১৪ জুন পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
এছাড়া ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ট্রেনটি চাঁদপুর থেকে ছাড়বে দুপুর ৩টা ৩০ মিনিটে এবং চট্টগ্রামে এসে পৌঁছবে রাত ৮টা ১০ মিনিটে। ট্রেনটি ৫ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ১০ থেকে ১৫ জুন পর্যন্ত চলাচল করবে।
এদিকে ঈদুল আযহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে ‘কক্সবাজার এক্সপ্রেস’র ২ জুনের সাপ্তাহিক বন্ধও বাতিল করা হয়েছে। তবে ঈদের দিন কোনো আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন চলবে না। ঈদের পর দিন থেকে মহানগর গোধূলী, মহানগর প্রভাতী, তূর্ণা-নিশীথা, মেঘনা এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস, ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এবং কক্সবাজার রুটের পর্যটক, কক্সবাজার, সৈকত ও প্রবাল এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।
একইসঙ্গে সব ধরনের মেইল ও কমিউটার ট্রেনও চলাচল করবে। তবে শুধুমাত্র চট্টগ্রাম-নাজিরহাট রুটের লোকাল ট্রেন ঈদের পরেরদিন চলাচল করবে না।
কোচ মেরামতের বিষয়ে পাহাড়তলী কারখানা তত্ত্বাবধায়ক রাজীব কুমার দেবনাথ জানান, ১০০টি কোচ মেরামত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জেএস/ডিজে