আলোকচিত্রে চট্টগ্রামের জয়জয়কার, প্রথম ও তৃতীয় স্থান একই শহরের

বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা’ জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৫-এ প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এম হায়দার আলী। দেশজুড়ে জমা পড়া প্রায় ৫০০ আলোকচিত্র থেকে বাছাইকৃত ছবিগুলোর মধ্যে হায়দার আলীর ছবি প্রথম পুরস্কার লাভ করে। প্রতিযোগিতার ইতিহাসে এই প্রথমবারের মতো চট্টগ্রামের কোনো আলোকচিত্র সাংবাদিক সর্বোচ্চ পুরস্কার অর্জন করলেন।

আলোকচিত্রে চট্টগ্রামের জয়জয়কার, প্রথম ও তৃতীয় স্থান একই শহরের 1

এছাড়াও এম হায়দার আলীর আরো তিনটি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। একই প্রতিযোগিতায় চট্টগ্রামের আরেক আলোকচিত্র সাংবাদিক দৈনিক সমকালের মো. রাশেদ তৃতীয় স্থান অর্জন করেছেন।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘রূপসী বাংলা’ শীর্ষক সপ্তাহব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিউবার অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।

প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান, সারাদেশ থেকে জমা পড়া ছবির মধ্যে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরণিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ জানান, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্রগুলো বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে প্রদর্শিত হবে।

প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান। ‘রূপসী বাংলা’ শীর্ষক এই প্রদর্শনীটি শেষ হবে আগামী ৩ জুন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm