চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ঈদুল আজহার ছুটিতে তিন দিন বহির্বিভাগ খোলা থাকবে। একইসঙ্গে ল্যাবে পরীক্ষা-নিরীক্ষাও চালু থাকবে। রোগীরা এই সময়ে আগের মতোই চিকিৎসা নিতে পারবেন, করাতে পারবেন সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা।
রোববার (১ জুন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও সরকারি বিধি মোতাবেক ইদুল আজহা উপলক্ষে আগামী ৫ জুন, ৯ জুন ও ১০ জুন চট্টগ্রাম মেডিকেলের বহির্বিভাগ সীমিত আকারে খোলা থাকবে।
আগামী ১৪ জুন থেকে যথানিয়মে হাসপাতালের কার্যক্রম চালু থাকবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে কর্মরত চিকিৎসকরা রোস্টার ডিউটি পালন করবেন। সমন্বয় করে ডিউটি ঠিক রেখে ওয়ার্ডে চিকিৎসকরা ছুটিতে যেতে পারবেন। দায়িত্বে থাকবেন ইন্টার্ন চিকিৎসকরা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘হাসপাতালে ইনডোরে যাতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সেজন্য চিকিৎসকদের রোস্টার ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। আর আউটডোরে আমরা ঈদের ছুটিতে একদিন খোলা রেখে পরবর্তী তিন দিন পর আবার খোলা রেখেছি।’
এদিকে হাসপাতালের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারে (ওসেক) জরুরি রোগীদের চিকিৎসা প্রদান করা হবে। প্রয়োজন অনুযায়ী রোগদের ওসেকে অবজারভেশনে রেখে ওয়ার্ডে ভর্তি দেওয়া হবে।
চট্টগ্রোম মেডিকেলের প্যাথলজি ল্যাব ইনচার্জ শুভাশীষ বড়ুয়া রাজু বলেন, ‘ল্যাবে জরুরি পরীক্ষা-নিরীক্ষা চালু থাকবে। রোগদের সুবিধার কথা চিন্তা করে রোস্টার ভিত্তিতে দায়িত্ব ভাগ করে ছুটি সমন্বয় করেছি।’
আইএমই/ডিজে