‘সিডিএ’ ছালামের কারখানায় কেএনএফের পোশাক, ছোট ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় হওয়া মামলায় সাবেক সংসদ সদস্য আবদুচ ছালামের ভাইসহ তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলার তিন আসামি হলেন—ছালামের ভাই, ওয়েল গ্রুপের পরিচালক তারিকুল ইসলাম এবং ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও আতিকুর রহমান।

মঙ্গলবার (৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, কেএনএফ সদস্যদের ইউনিফর্ম উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আমরা আসামিদের রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব। কতদিন ধরে তারা এ কাজ করে আসছে, এবং এর পেছনে আর কারা কারা আছে, সেটা জানার জন্য মূলত আসামদের রিমান্ডে আনা।

সোমবার (২ জুন) রাতে চট্টগ্রাম নগরীর মোহরা শিল্পনগরের ওয়েল গ্রুপের কারখানা ‘ওয়েল ফ্রেবিক্সে’ অভিযান চালায় পুলিশ। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কুকি-চিনের জন্য ইউনিফর্ম তৈরির অভিযোগ ওঠে। পরে প্রতিষ্ঠানের পরিচালক তারিকুল ইসলাম, কর্মকর্তা তৌহিদুল ইসলাম, জামালুল ইসলাম ও আতিকুর রহমানকে গ্রেপ্তার করে পুরিশ।

এদের মধ্যে তারিকুল ইসলাম মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামের ছোট ভাই। এদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠালে তিনজনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তিনজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm