চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন সভাপতি তকী, সম্পাদক সরোয়ার

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক হয়েছে সরোয়ার হোসেন রুবেল।

মঙ্গলবার (৩ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রাথমিকভাবে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে তালিকায়।

কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি কাজী মো. সেলিম উদ্দিন, সহ-সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন, মাহবুবুর রহমান খান, মহিন উদ্দিন, নাঈম উদ্দিন মিনহাজ, গাজী আব্দুল মুবিন, রেজাউল করিম চৌধুরী রকি, হোসেন মোহাম্মদ মাসুম, আমজাদ হোসেন জিহান।

এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উদ্দিন হোসেন, বেলাল উদ্দিন মুন্না ও কাউসার উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌল্লা সজিব এবং দপ্তর সম্পাদক হয়েছেন নাজিম উদ্দিন (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

বিজ্ঞপ্তিতে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm