সন্দ্বীপে দিনদুপুরে ব্যবসায়ী খুন, কুপিয়ে হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামের সন্দ্বীপে দিনদুপুরে কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীর থেকে হাত কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া তার ঘাড়ে কুপিয়ে বড় জখম করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো কেউ নিশ্চিত করা যায়নি। এনিয়ে এক মাসে তিনটি খুনের ঘটনা ঘটেছে।

তবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই এ খুনের ঘটনা ঘটেছে।

নিহত ব্যবসায়ীর নাম মো. শিপন কোম্পানি (৪২)। তিনি মগধরা ইউনিয়নের মোজাফফর তহসিলদার বাড়ির বাসিন্দা। তার তিনটি সন্তান রয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে মাইটভাঙ্গা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পাচকানী গোপট সড়কে এ ঘটনা ঘেট।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিপন তার মোটরসাইকেল নিয়ে নোয়ার হাট থেকে শিবের হাটের দিকে যাচ্ছিলেন। পথে নির্জন অংশে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে শরীর থেকে একটি হাত এবং ঘাড়ে কুপিয়ে শরীর থেকে মাথা অনেকটা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। রাস্তায় পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এর মধ্যে অল্প সময় পর রাস্তার ওপর শিপনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

সন্দ্বীপ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী বলেন, আমরা লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm