আবৃত্তিশিল্পী, উপস্থাপক ও লেখক হামিদ উদ্দিনের প্রথম একক আবৃত্তি অ্যালবাম ‘অনন্য’ প্রকাশিত হতে যাচ্ছে। কবি রোকসানা আক্তারের ‘অনন্য’ সিরিজের নির্বাচিত ১০টি কবিতা নিয়ে সাজানো হয়েছে এই অ্যালবাম।
আগামী ৯ জুন (সোমবার) পবিত্র ঈদুল আযহার তৃতীয় দিনে অনলাইন প্লাটফর্মে উন্মোচন করা হবে ‘অনন্য’।
অ্যালবাম প্রসঙ্গে আবৃত্তিশিল্পী হামিদ উদ্দিন জানান, ‘এটি আমার প্রথম একক আবৃত্তি অ্যালবাম, তাই উচ্ছ্বাসটা একটু বেশিই। উচ্চারক আবৃত্তি কুঞ্জ সংগঠনে সাংগঠনিক আবৃত্তিচর্চার মাধ্যমে আমি একজন আবৃত্তিকর্মী হয়ে উঠেছি এবং কবিতাকে ভালোবেসে আমার এই পথচলা। আমার আবৃত্তিগুরু ফারুক তাহেরসহ উচ্চারকের সকল সদস্যের প্রতি তাদের উৎসাহ ও অনুপ্রেরণার জন্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই প্রখ্যাত কবি রোকসানা আক্তারকে। তার ‘অনন্য’ সিরিজের নির্বাচিত ১০টি কবিতা আমার কণ্ঠে কবির বোধকে স্পর্শ করার চেষ্টা করেছি। আশা করছি, শ্রোতাদের দারুণ সাড়া পাবো।’
তিনি আরও জানান, ‘নির্ধারিত সম্মানির মাধ্যমে শ্রোতারা অ্যালবামটি সংগ্রহ করতে পারবেন।’
কবি রোকসানা আক্তার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমার ‘অনন্য’ সিরিজের কবিতাগুলো আমার বিশেষ অনুভবের। আমার অব্যক্ত কথা, চিন্তা, স্মৃতিচারণ, সুখ-দুঃখগুলো এই কবিতাগুলোতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সেই চেষ্টা হামিদের কণ্ঠে প্রাণবন্ত হয়েছে। একজন শিল্পী আমার কবিতাগুলোকে তার কণ্ঠে জীবন্ত করে তুলেছে, আমি মনে করি এটা আমার জন্য এক অনন্য প্রাপ্তি। তার অসাধারণ পরিবেশনা শ্রোতাদের ভীষণ ভালো লাগবে এটা নিশ্চিত করে বলতে পারি।’
‘অনন্য’ আবৃত্তি অ্যালবামে আবহসংগীত পরিচালনা করেছেন সুরকার অসীম চন্দ বাপ্পি। অ্যালবামটির অডিও রেকর্ড হয়েছে মুগ্ধ স্টুডিওতে এবং ভিজ্যুয়াল সম্পাদনা করেছেন আবু সাঈদ মো. সোহেল।