কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একটি আশ্রয় কেন্দ্রের দেয়াল ধসে এক রোহিঙ্গা মৃত্যু হয়েছে।
রোববার (১ জুন) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি/৩ ব্লকে এই ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ আয়াস (২০)। তিনি ওই ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সেই ব্লকে বসবাসরত রোহিঙ্গারা জানিয়েছেন, রাতে বৃষ্টির কারণে আশ্রয় কেন্দ্রের মাটির দেয়াল পার্শ্ববর্তী একটি বসতঘরে ধসে পড়ে। এসময় সে ঘরে থাকা মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (১২) ও আবুল ফয়েজের ছেলে মোহাম্মদ আয়াস (২০) গুরুতর আহত হন। তাদের ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কামাল সেই হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও আয়াসকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।
ক্যাম্প প্রশাসন জানিয়েছে, আয়াস সম্প্রতি রাখাইনের মংডু থেকে প্রবেশ করে অস্থায়ীভাবে তার বোনের বাসায় থাকছিলেন। তবে তার বায়োমেট্রিক করা হয়নি।
ডিজে