মহাসড়কে রোহিঙ্গা ক্যাম্পের চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন, ৭ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা স্কুল থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকদের আন্দোলনের মুখে কক্সবাজার-টেকনাফ হাইওয় সড়কে ৭ ঘণ্টা ধরে গাড়ি চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (৩ এপ্রিল ) সকাল থেকে কক্সবাজার- টেকনাফ হাইওয়ে সড়কের কোট বাজার ও হোয়াইক্যং উনচিপ্রাংয়ে এই আন্দোলন চলে। 

জানা গেছে, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ করে এনজিও সংস্থা ব্র্যাক, কোডেক,ফ্রেন্ডশিপ, মুক্তি, ধারা পরিচালিত স্কুল গুলোতে রোহিঙ্গাদের রেখে স্থানীয় ১২৫০ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও আন্দোলন চলছে। এতে হাইওয়ে সড়কে অ্যাম্বুলেন্সসহ শত শত গাড়ি চলাচল করতে পারেনি। 

উনচিপ্রাংয়ের আন্দোলনকারী শিক্ষক মোহাম্মদ করিম বলেন, রোহিঙ্গা শিশুদের নিয়ে ক্যাম্পে পরিচালিত স্কুল থেকে রোহিঙ্গা শিক্ষকদের রেখে স্থানীয় শিক্ষকদের  চাকরিচ্যুত করেছেন। আমরা এর আগেও চাকরি ফিরে পেতে আন্দোলন করেছি। এখনও আমাদের চাকরি ফিরিয়ে পাইনি তাই আন্দোলন করছি।

কোট বাজারের আন্দোলনকারী শিক্ষার বোরহান উদ্দিন বলেন, আমরা চাকরি ফিরে পেতে শরণার্থী কমিশনারসহ এনজিও সংস্থার কর্মকর্তাদের এর আগে বহুবার বলেছি। তাদের বারে বারে অর্থ সংকট দেখিয়ে যাচ্ছে। কোন মতে চাকরি ফিরিয়ে দিচ্ছে না। তাই রাজপথে আন্দোলন করছি। 

এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় শিক্ষকরা যে আন্দোলন করছে, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিক্ষকরা যে আন্দোলন করছে, ঘটনাস্থলে গিয়ে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm