ফয়’স লেকের দুই আবাসিক হোটেল থেকে আবারও আটক ৯ নারী-পুরুষ, দুই মাসে ৫৫

চট্টগ্রাম নগরীর ফয়’স লেকের দুই আবাসিক হোটেলে ফের অভিযান চালিয়েছে খুলশী থানা পুলিশ। অভিযানে তিন দালালসহ ছয় নারীকে আটক করা হয়েছে। এনিয়ে গত দুই মাসে ছয় বার অভিযান চালিয়ে এ পর্যন্ত ৫৫ জন নারী-পুরুষকে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক করা হয়েছে। তবে এমন অভিযান চললেও কিছুদিন না যেতে ফের জমজমাট হয়ে ওঠে এসব আবাসিক হোটেলের মধুচক্র ও মাদক ব্যবসা। বার বার অভিযান চালানোর পরও শোধরায়নি হোটেল দুটির মালিক।

সোমবার (২ জুন) সন্ধ্যায় ফয়’স লেকের হোটেল রুপসী বাংলা গেস্ট হাউস ও হোটেল প্রিন্সে এ অভিযান চালানো হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পুলিশ অভিযান চালিয়ে যাওয়ার দু’একদিনের মধ্যে ফের জমজমাট হয়ে ওঠে আবাসিক হোটেলগুলোর এসব অসামাজিক কাজ। গত কয়েকমাসে খুলশী থানা পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে এখানে। মূলত নতুন ওসি আসার পর থেকে তৎপরতা বেড়েছে পুলিশের। তবে বার বার অভিযানের পরও এলাকার কিছু বিএনপি নেতার প্রশ্রয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে এসব ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, রুপসী বাংলা গেস্ট হাউজ পরিচালনা করেন আল আমিন, সুমন ও ডিবি ফরিদ নামে তিন ব্যক্তি। এদের মধ্যে ডিবি ফরিদ বর্তমানে কর্ণফুলি জোনের সিটিএসবিতে কর্মরত আছেন। আর হোটেল প্রিন্স এখন স্থানীয় বিএনপিকর্মী রাজু নামের এক যুবকের নিয়ন্ত্রণে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে আল আমিন বলেন, ‘আমরা এখন হোটেল আরেক জনকে ভাড়া দিয়ে দিয়েছি।’ আপনি কার রাজনীতি করেন—এমন প্রশ্নের উত্তরে তিনি প্রতিবেদকের ‘দেখা করার’ অনুরোধ করেন।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, ‘আমার এলাকায় মাদক-জুয়া ও দেহ ব্যবসা চলবে না। এই চক্র যতই শক্তিশালী হোক, তার চেয়ে আইন আরও বেশি শক্তিশালী। অপরাধী যতই শক্তিশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না। এমন অভিযান অব্যাহত থাকবে।’

আরএন/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm