শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির (১৪৩২-১৪৩৪) সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন আর কে দাশ রুপু। এছাড়া নতুন কমিটির কার্যকরী সভাপতি হয়েছেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।
সম্প্রতি সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন দাপ্তরিক কাগজপত্র নির্বাচিত সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপুর হাতে তুলে দেন।
দায়িত্ব নেওয়ার পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা এবং অর্থ সম্পাদক হিসেবে রতন আচার্য্যের নাম অন্তর্ভুক্ত করেন। এরপর তাদের নতুন পদের দায়িত্ব গ্রহণের চিঠি দেওয়া হয়।
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল সনাতনীদের ধন্যবাদ জানান। সংগঠনের জন্মলগ্ন থেকে যারা কাজ করেছেন, তাদের নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।