কর্ণফুলী নদীতে ‘সী হার্ট’ জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফবি সী হার্ট-১’ নামের একটি জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন—জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন (৩৭)। দু’জনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

সোমবার (২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী নদীতে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন।

তবে জাহাজের মালিক এমএ কাদের জানান, রশি ছিঁড়ে আঘাত লেগে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ঘটনাটি রহস্যজনক বলেও মন্তব্য করেন অনেকেই।

নিহত মোহাম্মদ আলতাফ নোয়াখালীর হাতিয়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে। অপরজন নুর উদ্দিনও একই উপজেলার বাসিন্দা এবং তার বাবার নামও আবু তাহের। তারা দীর্ঘদিন ধরে এমএ কাদের গ্রুপের মালিকানাধীন সী হার্ট জাহাজে চাকরি করছিলেন।

জাহাজ মালিক এমএ কাদের বলেন, ‘আমি চট্টগ্রামের বাইরে আছি, দ্রুত ফিরছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। আমি শোকাহত। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন।’

নৌ পুলিশের এসআই কামাল উদ্দিন জানান, নিহতদের মরদেহ এখনও সদরঘাট নৌ থানায় রয়েছে। ময়নাতদন্ত এখনও হয়নি। নিহতদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদন করেছেন। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে ওসি নিজাম উদ্দিন বলেন, ‘আমি এখনও থানায় পৌঁছাইনি। পৌঁছানোর পর বিস্তারিত জানাতে পারব।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm