রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের অর্থায়নে পরিচালিত শিক্ষা প্রকল্পের আওতায় প্রকল্প বাস্তবায়নকারী এনজিও সংস্থা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বরাবরে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন এক যৌথ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

কক্সবাজার এডুকেশন সেক্টরের পক্ষ থেকে রিফিউজি রিলিফ অ্যান্ড রেপাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) বরাবর পাঠানো যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়—‘অনিবার্য পরিস্থিতির কারণে কক্সবাজারে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে’।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্যাম্পে অবস্থিত শিশু শিক্ষা কেন্দ্র (লার্নিং) সেন্টারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি অনুকূল হলে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে জানানো হবে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিনিধি অ্যাঞ্জেলা কার্নি এবং সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মো. গোলাম মোস্তফার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব বিষয় উল্লেখ করেন।

এই সিদ্ধান্তের ফলে ক্যাম্পের হাজারো শিশু শিক্ষার্থীর পাঠদান সাময়িকভাবে ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে এডুকেশন সেক্টর বলছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা পুনরায় শিক্ষা কার্যক্রম চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এডুকেশন সেক্টরের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ধৈর্য ধারণের আহ্বান করেন তারা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm