চট্টগ্রাম-৪ (সংসদীয় আসন-২৮১) এর সীমানা পুনঃনির্ধারণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন চট্টগ্রামের আইনজীবী এএইচএম জাহিদ হোসেন। আবেদনে তিনি বর্তমান সীমানা সংক্রান্ত বিভ্রান্তি ও বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এডভোকেট জাহিদ হোসেন তার আবেদনপত্রে উল্লেখ করেন, চট্টগ্রাম-৪ আসনের সীমানা বর্তমানে সীতাকুন্ড উপজেলা ও উত্তর কাট্টলী আংশিক পাহাড়তলী সিটি কর্পোরেশনের এলাকা সংযুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং জগাখিচুড়ির মতো। আগে উত্তর কাট্টলী বন্দর এলাকার অন্তর্গত ছিল, কিন্তু কিছু কুচক্রীমহলের ইন্ধনে এটি সীতাকুণ্ডের সাথে সংযুক্ত করা হয়।
তিনি দাবি করেন, সীতাকুন্ড একটি মফস্বল এলাকা, যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাইরে। অন্যদিকে উত্তর কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের আওতাধীন হওয়ায় এই দুটি এলাকার মধ্যে সীমানা বিভাজন তৈরি করা একেবারে অযৌক্তিক। এর ফলে সরকারি সুযোগ-সুবিধায় বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে থাকা এলাকাগুলোর সাথে মেলবন্ধন বজায় রাখা প্রয়োজন।
এডভোকেট জাহিদ হোসেন বলেন, ‘উত্তর কাট্টলীসহ আংশিক পাহাড়তলী এলাকাকে পূর্বের মতো হালিশহর ও বন্দর এলাকার সাথে অথবা চট্টগ্রাম সিটির অন্য কোনো অংশের সাথে সংযুক্ত করার দাবি জানাচ্ছি।’
তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে সীমানা পুনঃনির্ধারণের জন্য আবেদন জানিয়েছেন, যাতে বিভাজনের কারণে সৃষ্ট যেকোনো বৈষম্য ও জটিলতা নিরসন করা সম্ভব হয়।