ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ‘তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে পালিত হয়েছে বিশ্ব গণমাধ্যম দিবস।
বৃহস্পতিবার (৮ মে) সকালে এরই অংশ হিসাবে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
শুরুতে একটি র্যালি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে দিয়ে আবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন পিআইডি চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা (পরিচালক) মো. সাঈদ হাসান।