চট্টগ্রামে অক্টোবরজুড়ে চলবে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম, স্ক্রিনিং হবে বিনামূল্যে

সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপন ও প্রচারণা কার্যক্রম যৌথভাবে বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর লিমিটেড এবং পিজিএস একাডেমিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে সংস্থাটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদ করিম এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। অক্টোবর মাসজুড়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে সচেতনতা সমাবেশ ও প্রদর্শনীর আয়োজন করা হবে। এছাড়া নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সংক্রান্ত আবহ তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং লিফলেট বিতরণ, টক-শো ও গণমাধ্যমে বিভিন্ন প্রচারণা অব্যাহত থাকবে।

এমওইউ এর অধীনে, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়া যৌথভাবে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ে সমাবেশ, প্রশিক্ষণ ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া পুরো অক্টোবর মাসব্যাপী সিএসসিআর হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের আওতায় রোগীদের বিনামূল্যে কনসালটেশন সেবা দেওয়া হবে। যেসব রোগীর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হবে, তাদের জন্য ম্যামোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম, সিটি ও এমআরআই স্ক্যান, এবং বায়োপসি, হিস্টোপ্যাথলজি ও ইমিউনো-হিস্টোকেমিস্ট্রি পরীক্ষা ৫০ ভাগ ছাড়ে করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমীন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, ডা. হোসনে আরা, সিএসসিআর (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এমএ কাশেম, ডা. সালাউদ্দিন মাহমুদ, ডা. এমজাদ হোসেন, আজিজুর রহমান এবং পিজিএস একাডেমিয়ার ডা. সাকেরা আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক, নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm