চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে ‘তোফা ফুড প্রোডাক্টস’ নামে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৬ আগস্ট) অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে বাটালি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটিতে তেলাপোকার অবাধ বিচরণ, ইঁদুরের বাসা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকর রং এবং কেমিক্যাল ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া খাদ্য প্রস্তুত প্রক্রিয়ায় অনুমোদনহীন উপকরণ ব্যবহারেরও তথ্য পাওয়া যায়।
এসব অপরাধে ‘তোফা ফুড প্রোডাক্টস’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানকে দ্রুত সব অনিয়ম দূর করার নির্দেশনা দিয়ে সতর্কও করা হয়েছে।
জেজে/ডিজে