রাউজানে ‘ঋণের চাপে’ গলায় দড়ি দিলেন গৃহবধূ

চট্টগ্রামের রাউজানে পাখি আকতার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ‘ঋণের চাপে’ তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পরিবারের।

বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাখি আকতার (৫৩) আকতার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খলিফাবাড়ির মুহাম্মদ বাহাদুরের স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে স্বামীর সঙ্গে ঘুমিয়ে পড়েন পাখি আকতার। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে বাহাদুর ঘরের আরেকটি কক্ষে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

মুহাম্মদ বাহাদুর বলেন, ‘আমি আর আমার দুই ছেলে রিকশা চালিয়ে সংসার চালাই। মাসে ১৮ থেকে ২০ হাজার টাকা কিস্তি দিতে হয়। পাখি বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। প্রায়ই এসব নিয়ে কলহ হতো। আমার মনে হয়, সেই চাপেই আত্মহত্যা করেছে।’

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm