এসএসসিতে উত্তীর্ণ সেন্ট স্কলাস্টিকাসের ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

এসএসসিতে উত্তীর্ণ সেন্ট স্কলাস্টিকাসের ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা 1

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সচেতন অভিভাবকবৃন্দের ব্যানারে পাথরঘাটা এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের চট্টগ্রামের ব্যুরো চিফ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার বিজয় চৌধুরী ও অ্যাডভোকেট নাজমুল হক।

মইনুদ্দিন হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মহিউদ্দিন। বক্তব্য দেন সঞ্জয় সিকদার, সানজিদা মুনতাহা, মিলি হিলারি, লিটন মহাজন, মো. মঞ্জু, মোহাম্মদ তারেক। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন দিদারুল আলম। এছাড়া সংবর্ধিত ছাত্রীদের মধ্যে নিজের অনুভূতি বর্ণনা করেন বিপ্রা চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মাধ্যমিক ধাপে অভিভাবক ও শিক্ষকদের প্রত্যক্ষ মনিটরিংয়ে শিক্ষার্থীরা ভালো ফল অর্জন করেছে। কলেজে তারা উন্মুক্ত পরিবেশে যাচ্ছে। সেখানে নিজেদের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অনেকের থাকবে। কিন্তু সবচেয়ে বড় কথা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

এ সময় ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মানবিক, ব্যবসায়ী শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ৮০ ছাত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm