বাড়ির সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে ব্যবসায়ী শাহ আলম হত্যার ঘটনায় প্রধান আসামি শাহ নেওয়াজ লাভলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকায় খালার বাড়িতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
এর আগে ১২ সেপ্টেম্বর সকালে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে শাহ নেওয়াজ লাভলু (৫০) তার চাচাতো ভাই শাহ আলমকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, আট দিন ধরে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোপন অভিযানের মাধ্যমে লাভলুর অবস্থান শনাক্ত করে। অবশেষে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই মাইনুদ্দিন বলেন, এটি ছিল একটি চ্যালেঞ্জিং মামলা। কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অবশেষে মূল আসামিকে ধরতে সক্ষম হয়েছি।
এএইচ/ডিজে