পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে দিনব্যাপী সরেজমিন পরিদর্শন ও নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সারা দিনব্যাপী পরিদর্শন করা শিল্পপ্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে—এস আলম স্টিল (ইউনিট ১ ও ২), এস আলম ভেজিটেবল অয়েল মিলস, এস আলম এডিবল অয়েল মিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, সেভেন রিংস সিমেন্ট, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস, ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং, মোস্তফা পেপার মিল, বনফুল অ্যান্ড কোং, শাহ আমানত নিটিং অ্যান্ড ডায়িং, ফুলকলি লিমিটেড, মাসুদ ডেইরি, ইব্রাহিম ডেইরি ফার্ম, সুমন ডেইরি ফার্ম এবং পর্ব ফ্যাশন লিমিটেড।
পরিদর্শনের সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল, চট্টগ্রাম গবেষণাগারের জুনিয়র কেমিস্ট মো. রাশেদ চৌধুরী ও নমুনা সংগ্রহকারী পংকজ বিশ্বাস উপস্থিত ছিলেন।
পরিবেশগত মানদণ্ড, বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যেবক্ষণ ও মূল্যায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া, তরল ও গ্যাসীয় বজের্যর নমুনা সংগ্রহ করে পরবর্তী পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।
এসময় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ এবং দূষণ প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।
ডিজে