বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ‘তারেক রহমানই বাংলাদেশের শান্তি ও জাতীয় ঐক্যের প্রতীক। কঠিন সময়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি সমগ্র দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।’
তিনি বলেন, ‘নিখাদ দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্ব নিয়ে এবার নতুন উদ্যমে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আগামীর আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে তার হাত ধরেই, ইনশাল্লাহ।’
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে হাটহাজারীর দক্ষিণ মেখল উচ্চ বিদ্যালয় মাঠে ৮, ৯ ও ১০ নম্বর ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই জনসভা আয়োজন করা হয় কেন্দ্র ঘোষিত সদস্যপদ নবায়ন ও ফরম বিতরণ কর্মসূচির অংশ হিসেবে।
মীর হেলাল আরও বলেন, ‘বর্তমানে একটি অপশক্তি তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট কায়দায় অপপ্রচার চালাচ্ছে। মিডিয়ায় নিজেদেরকে বিএনপির বিকল্প হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষী, এই অপশক্তিকে বাংলাদেশের জনগণ অতীতে যেমন প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়েই। কারণ, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার যোগ্যতা ও শক্তি তাদের নেই।’
সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নম্বর মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইসমাইল। জিএম সাইফুল ইসলাম (মেখল), শহিদুল ইসলাম টিটু (উত্তর মাদার্শা), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (গড়দুয়ারা) — এই তিন ইউনিয়নের সাধারণ সম্পাদকরা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিনটি ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে নতুন সদস্য ফরম ও নবায়ন ফরম আনুষ্ঠানিকভাবে তুলে দেন। তিনি বলেন, ‘স্থানীয় জনগণের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করে— এই তিনটি ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।’
সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য জাকের হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সদস্য ডা. রফিকুল আলম, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপি নেতা আইয়ুব খান, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম,
এতে আরও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সভাপতি ইলিয়াস মেহেদী, হাটহাজারী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মফিজুর রহমান।