কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক আবারও ভাঙনের মুখে পড়ছে। সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে সড়কের একপাশে ভেঙে গেছে, অনেক জায়গায় ধসে পড়েছে মাটি।
জানা গেছে, সাগরের জোয়ারের পানির বেড়ে গিয়ে ঢেউয়ের আঘাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভেঙেছে। সাবরাং জিরো পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালী পাড়া নৌ-ঘাটের মেরিন ড্রাইভ সড়কটি ভাঙনের কবলে পড়েছে।
মেরিন ড্রাইভ ভাঙনের কারণে সাগরের জোয়ারের ধাক্কার পানি চাষের জমিতে ঢুকে পড়ছে। চাষের ফসল নষ্ট হচ্ছে।
এর আগে গত ৩০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঢেউয়ের আঘাতে টেকনাফ মুন্ডার ডেইল, বাহার ছড়া শীলখালীর কয়েকটি অংশ ভেঙে পড়ে।
সাবরাংয়ের জিরো পয়েন্ট এলাকার কলিম উল্লাহ বলেন, সাগরের জোয়ারের পানি বেড়ে গেলে দ্রুত গতির ঢেউয়ের ধাক্কায় মেরিন ড্রাইভ সড়ক একটু একটু ভাঙন সৃষ্টি হয়। পানির ধাক্কায় ঠেকানোর জন্য জিও টিউব বাঁধ থাকলেও ভেঙে যাচ্ছে সড়ক। বিশেষ করে গত বৃহস্পতিবার ও শুক্রবার বেশি ভাঙন হয়।
মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট অংশের প্রায় এক-দেড়শ ফুট পশ্চিম সাইটে ভেঙে পড়ে। এভাবে ভাঙন থাকলে জিরো পয়েন্টের অংশের মেরিন ড্রাইভ পুরোপুরি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে।
একইসঙ্গে চাষাবাদের এ সময় সাগরের লোনা পানি জোয়ারের সময় ফসল উৎপাদিত এলাকায় ঢুকে পড়ছে বলে জানান কলিম উল্লাহ।
টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে মেরিন ড্রাইভ সাবরাং, সদর ইউনিয়নের কিছু অংশসহ বিশেষ করে শাহ পরীর দ্বীপের দিকে মেরিন সড়কে ভাঙন বেশি দেখা দিয়েছে। এর আগে বাহারছড়া শীল খালী এলাকায় যেখানে ভাঙন সৃষ্টি হয়েছিল সেগুলো ঠিক করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহেসান উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি অংশ ভাঙন ধরেছে বলে শুনেছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে শীলখালী ও টেকনাফ সদর ইউনিয়ন অংশের মেরিন ড্রাইভের কিছু অংশ ভেঙে গিয়েছিল, তা মেরামত করা হয়েছিল।
ডিজে