কর্ণফুলীতে নিখোঁজ কিশোরের লাশ মিললো পুকুরে

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুর থেকে মো. শুভ নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি পরিকল্পিত হ’ত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা—তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত শুভ (১৬) স্থানীয় ছিদ্দিক মিয়ার ছেলে এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিমের নাতি। ইউপি সদস্য জসিম বলেন, ‘গতকাল থেকে আমার নাতিকে পাওয়া যাচ্ছিল না। সকালে পুকুরে লাশ ভেসে ওঠার খবর পাই। বিষয়টি খুবই মর্মান্তিক।’

স্থানীয় সূত্র জানায়, সকালে গ্রামবাসী পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটি পানিতে ডুবে মারা গেছে। তবে অন্য কোনো কারণ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। কয়েকদিন আগে ইউপি সদস্য জসিম মাদকবিরোধী এক সভায় বক্তব্য দিয়েছিলেন। সেটির জের ধরে এই ঘটনা ঘটেছে নাকি এটি নিছক দুর্ঘটনা—এ নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা চলছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm