সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

চট্টগ্রামের রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউজ পাড়া নামক এলাকায় রাস্তা থেকে তিনশ ফুট নিচে পড়ে যায় জিপটি। ঘটনার পর পরই উদ্ধার তৎপরতা চালিয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

নিহত পর্যটকের নাম রুবিনা আফসানা রিংকি। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরের শিক্ষক দম্পতি আব্দুর রহমান ও জান্নাতুল ফেরদৌসের মেয়ে। নিহত ও আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।

জানা গেছে, রোববার বিকালে ৩৮ জন খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থীরা সেশনাল ট্যুরে রওনা যায়। এই টিমে ৩৮ জন শিক্ষার্থী ছাড়াও বিভাগীয় প্রধানসহ ৪ জন শিক্ষক এবং ২ জন সাপোর্টিং স্টাফ ছিলেন। বুধবার সাজেক যাওয়ার পথে দুপুরে দিকে শিক্ষার্থীদের বহনকারী চাঁদের গাড়িটি রাস্তা থেকে তিনশত ফুট নিচে পড়ে যায়। ওই গাড়িতে একজন শিক্ষক ও ১১ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে একজন নিহত এবং ১২ জন আহত হন। ঘটনার পর পর সেনাবাহিনী, পুলিশ আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী দীঘিনালা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

রাঙামাটির পুলিশ সুপার (এসপি) ড. এসএম ফরহাদ হোসেন জানান, খুবি’র শিক্ষার্থীদের বহনকারী জিপ গাড়িটি রাস্তা থেকে ৩০০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের এক শিক্ষার্থী মারা যান। গাড়িতে থাকা আরও ১২ জন আহত হন। আহতদের রাঙামাটির দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm