চকরিয়ায় মহাসড়ক থেকে নবজাতকের লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সদ্যভূমিষ্ট এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহাসড়কের মাতামুহুরি ব্রিজ সংলগ্ন এলাকায় থেকে এই লাশ উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে, তা জানা যায়নি।।

পরে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন বলেন, হাসপাতালে আনার পর শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর নবাজাতককে মৃত ঘোষণা করেন।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধার হওয়া নবজাতকের লাশ স্থানীয় লোকজনের সহায়তায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm