বাবার সঙ্গে শত্রুতার জেরে ছেলেকে আছাড় মেরে হত্যা

চট্টগ্রামের সন্দ্বীপে বাবার সঙ্গে শত্রুতার জেরে ৬ বছরের শিশুকে আছাড় মেরে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় ঘাতককে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আলী হোসেন (৬)। সে স্থানীয় বাশারুল উলুম মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ও মগধরা গ্রামের আবু তাহেরের ছেলে।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল ইসলাম।

জানা গেছে, শিশুটির বাবা আবু তাহেরের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীরের পূর্বশত্রুতা ছিল। পারিবারিক ওই বিরোধের জেরে শিশুটিকে আছাড় মেরে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় খুনের দায় স্বীকার করেন তিনি।

ওসি জানান, সকালে আলী হোসেন মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। এ সময় তাকে একা পেয়ে জাহাঙ্গীর মাথার ওপর তুলে আছাড় মারে। এতে মাথায় আঘাত পায় আলী হোসেন। এ সময় তার নাক-মুখ ও কান দিয়ে রক্ত ঝরতে থাকে। পরে পরিবার শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন।

সন্দ্বীপ থেকে স্পিডবোটে চট্টগ্রাম আনার পথে সাগরেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm