চট্টগ্রামে অস্ত্র বেচতে গিয়ে আওয়ামী লীগ নেতাসহ আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্র বেচতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪টি এলজি আগ্নেয়াস্ত্র, একটি সিএনজি অটোরিকশা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক দুইজন হলেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচএম নজরুল ইসলাম (৫৫) ও তার সহযোগী মীর হোসেন মিয়া (৪৩)। এদের মধ্যে নজরুল ইসলাম উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইছামতি সড়ক এলাকার মৃত মুফিজুর রহমান ওরফে নাগুমিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় উপজেলার সদরের আনোয়ারা উপজেলা টু ইছামতি সড়কের নুরজাহান ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের বিষয়ে জানতে পারে তারা। এরপর সকাল সাড়ে ৭টার দিকে ইছামতি সড়কের একটি সবুজ রংয়ের সিএনজি এসে দাঁড়ালে সিএনজির চালকসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মতে, সিএনজির পেছনে বিশেষ কায়দায় সংরক্ষিত ৪টি এলজি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে সিএনজিসহ নজরুল ইসলামের হেফাজত থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পরে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম আটক নজরুল ইসলাম, মীর হোসেন মিয়া এবং পলাতক আসামি বেলাল হোছাইন, সরোয়ার ওরফে সোনাইয়াদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আটকের পর তাদের প্রথমে আনোয়ারা থানায় আনা হয়। পরে এখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm