চট্টগ্রামে করোনায় ক্যান্সার আক্রান্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এনিয়ে পাঁচদিনের ব্যবধানে মারা গেছে দু’জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৬ জন।
শনিবার (২১ জুন) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
করোনায় মৃত বৃদ্ধার নাম ফজিলাতুন্নেছা (৭১)। তিনি নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।
করোনা শনাক্ত হওয়ার পর গত ১৭ জুন তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ফজিলাতুন্নেছা (৭১) ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর বাকলিয়ার বাসিন্দা ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর গত ১৭ জুন তাকে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয় ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্ত হয়েছে ৬ জনের। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১২ জনের মধ্যে ১ জন, শেভরণে ১৬ জনের মধ্যে ৩ জন, এপিক হেলথ কেয়ারে ২৫ জনের মধ্যে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৮ জন, ন্যাশনাল হাসপাতালে ৬ জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জনের নমুনা পরীক্ষা হলেও কেউ আক্রান্ত হননি।
নতুন আক্রান্তদের মধ্যে সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা। এনিয়ে নগরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭, আর উপজেলায় ৭ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১ জন শিশু।
চট্টগ্রামে চলতি মাসে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দু’জন। এর আগে ১৬ জুন শফিউল ইসলাম নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি কিডনি জটিলতা ভুগছিলেন এবং ডায়ালাইসিস করছিলেন। মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
ডিজে