চট্টগ্রামে গুলি করে যুবক খুন, লাশ পড়েছিল ব্রিজের ওপর

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবককে গুলি করে খুনের পর লাশ ব্রিজের ওপর ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিহত যুবকের নাম সুইবাউ মারমা (৪২)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর চিড়িং বড়খোলা গ্রামের বাসিন্দা ছিলেন।

শুক্রবার (২০ জুন) উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দারকূলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সরফভাটা খাইন্দারকুল ঠান্ডা মিয়া মুন্সী সড়কের সাকোতলা ব্রিজে খুন করা হয়। পরে ব্রিজের ওপরেই লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। পুলিশ খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পুলিশ জানিয়েছে, সুইবাউ মারমাকে সরাসরি বুকে গুলি করে করা হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় এবং একটি শর্টগানের গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হচ্ছে। কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm