চট্টগ্রামে ‘ডেঙ্গু শক সিনড্রোমে’ নারীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত তিনদিনে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এনিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৮৪ জন।

ডেঙ্গুতে মৃত নারীর নাম নাসিমা আক্তার (৪৮)। তিনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা ছিলেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নগরীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নাসিমা আক্তার গত বুধবার হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গু শক সিনড্রোমসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। সেই হিসেবে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩৯৯ জন।

এএইচ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm