চট্টগ্রামে ভুয়া ডিবিপ্রধান গ্রেপ্তার, মামলার ভয় দেখিয়ে আইনজীবী থেকে হাতিয়ে নেন আড়াই লাখ

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন আবুল হোসেন সোহেল। কিন্তু শেষ পর্যন্ত আসল ডিবির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। সম্প্রতি এক আইনজীবীর করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে।

বুধবার (৪ জুন) সকালে পটিয়ার ইয়াকুবদন্ডী ইউনিয়নের নয়ারহাট এলাকা থেকে আবুল হোসেন সোহেলকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

সম্প্রতি এই ভুয়া ডিবি প্রধানের খপ্পরে পড়ে প্রায় আড়াই লাখ টাকা হারিয়েছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মো. ইউসুফ।

মামলা থেকে নাম বাদ দেওয়ার শর্তে কয়েক দফায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেন কথিত ডিবি প্রধান সোহেল। এরপরও আরো টাকা খুঁজলে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সরাসরি ডিবি কার্যালয়ে যান এবং লিখিত অভিযোগ করেন ইউসুফ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সোহেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয় স্বীকার করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তার চক্রের সদস্যরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে ফোন করে ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশে টাকা আদায় করছিল।

প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm