চট্টগ্রামে ভেজাল যৌন উত্তেজক ওষুধ বিক্রির বড় চক্র,  ৫০ লাখ টাকার মালামালসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে পুলিশের অভিযানে প্রায় ৫০ লাখ টাকার ভেজাল ও অবৈধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) রাত ১২টার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে রোকসানা বেগমের ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

পুলিশ জানায়, এসআই নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) কে গ্রেপ্তার করে।

এসময় তিন ধরনের ভেজাল পণ্য উদ্ধার করা হয়—৪৫০ কৌটা কথিত যৌন উত্তেজক ক্যাপসুল (বাজারমূল্য ৮ লাখ ৯৫ হাজার টাকা), ১২০০ প্যাকেট সেক্স পাউডার (বাজারমূল্য প্রায় ২৭ লাখ ৪৮ হাজার টাকা), ৬০০ প্যাকেট নীল রঙের পাউডার (বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৭৪ হাজার টাকা), সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

বাজার চক্র ও প্রেক্ষাপট

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিশেষ করে ছাত্রাবাস, ভাড়া বাসা ও কলোনিকে ব্যবহার করে অবৈধ ওষুধের গুদাম তৈরি করা হচ্ছে। এ ধরনের ভেজাল যৌন উত্তেক ওষুধ মূলত ঢাকা ও সীমান্তবর্তী অঞ্চল থেকে চোরাপথে আনা হয়।

এরপর পাইকারি দামে বিক্রি করে দেওয়া হয় নগরীর ওষুধের দোকান, বস্তির ভেতর ছোট দোকান, এমনকি অনলাইনে ফেসবুক পেজ ও ই-কমার্স সাইটেও।

অভিযানে উদ্ধার হওয়া পণ্যের প্যাকেটে ইংরেজি ও বাংলা নামে ভুয়া কোম্পানির নাম ব্যবহার করা হয়েছে, যাতে গ্রাহক বিভ্রান্ত হয়। এসব পণ্য কোনো প্রকার বিএসটিআই বা ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই উৎপাদিত।

চিকিৎসকরা জানিয়েছেন, এইসব ভেজাল পণ্য সেবনে লিভার ও কিডনি বিকল, হার্ট অ্যাটাক, যৌন ক্ষমতা হ্রাসসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

তদন্তের অগ্রগতি

পুলিশ বলছে, ধৃত দুই আসামি মূলত ভাড়া বাসায় গুদামজাতের কাজ করত। তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব পণ্যের মূল সরবরাহকারী একটি সিন্ডিকেট ঢাকায় অবস্থান করছে এবং পণ্য চট্টগ্রামে এনে ছোট ছোট নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দেয়।

তদন্ত কর্মকর্তারা মনে করছেন, একটি সংঘবদ্ধ চক্র
দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm