চট্টগ্রামের পটিয়ায় পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে নিজের ছেলে-মেয়ের হাতে মারধরের শিকার হয়েছেন মা। এ ঘটনায় নিজ সন্তানদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। পুলিশ তার ছেলে ও মেয়েকে গ্রেপ্তার করেছে। তবে মেয়ের জামাতা পালিয়েছেন।
মারধরের শিকার বৃদ্ধার নাম নুর জাহান বেগম (৬৭)।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর মনসা গ্রামের বাচ্চু চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, নুর জাহান বেগমের ছেলে তাজুল ইসলাম টিটু (২৭), মেয়ে ডলি আক্তার (৩০) ও জামাতা শফিউল করিম মিলে বৃদ্ধা নুর জাহান বেগমকে পৈত্রিক সম্পত্তির কারণে নির্যাতনে গুরুতর আহত করে। এরপর সোমবার রাতে আহত মা নুর জাহান বেগম বাদি হয়ে তিনজনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছেলে টিটু ও মেয়ে ডলিকে গ্রেপ্তর করে। তবে জামাতা শফিউল করিম এখনও পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদ কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, একজন মায়ের ওপর সন্তানদের হামলার ঘটনা খুবই মর্মান্তিক। এ ঘটনায় মামলায় দায়ের করার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অপর আসামিকে গ্রেপ্তরের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ডিজে