বাকলিয়ায় জোড়া খুন, ৩ দিনের রিমান্ডে সাজ্জাদের স্ত্রী তামান্না

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নগরীর বাকলিয়া থানার এক্সেস রোডে জোড়া খুনের মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে জোড়া খুনের ঘটনায় আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ ‘ছোট’ সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চলতি বছরের ৩০ মার্চ নগরীর বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করে সস্ত্রাসীরা। মূলত সন্ত্রাসী সাজ্জাদ ও সন্ত্রাসী সরোয়ার হোসেনের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে। সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জেরে তার অনুসারীরা সরোয়ারের সহযোগীদের ওপর হামলা চালান বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ।

এ ঘটনায় গত ১ এপ্রিল চট্টগ্রামের বাকলিয়া থানায় নিহত বখতিয়ার হোসেন মানিকের মা ফিরোজা বেগম বাদি হয়ে মামলা করেন। মামলায় চট্টগ্রামের কারাবন্দি সন্ত্রাসী সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে খুনের নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়। গত ১০ মে দিবাগত রাতে নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এএএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm