নিখোঁজের ২ দিন পর জাহাজ সুপারভাইজারের লাশ মিললো পতেঙ্গায়

জাহাজ থেকে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ সুপারভাইজার আনোয়ার আজম খানের (৪০) লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

নিখোঁজের দুদিন পর আজ (১৯ আগস্ট) দুপুরে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে উদ্ধার করেন কোস্টগার্ড সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গত রোববার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা আনোয়ার এম স্টল স্টক নামের একটি জাহাজের সুপারভাইজার ছিলেন। ঘটনার সময় তিনি কর্ণফুলী নদীতে নোঙর করা ‘নবাব খান’ নামের জাহাজে কাজ শেষে নামছিলেন। এ সময় পা পিছলে সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জাহাজের ক্রেন অপারেটর আব্দুল মোতালেব জানান, ওই জাহাজটি ১৮ দিন ধরে কর্ণফুলীতে নোঙর করা আছে। রোববার রাতে কাজ শেষে নামার সময় আনোয়ার পানিতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসান উদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, দুপুরে কোস্টগার্ড সদস্যরা ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেছেন।

এদিকে নৌ পুলিশের ওসি মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি নিখোঁজ আনোয়ার আজম খানের লাশ। আইনানুগ ব্যবস্থা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm