চট্টগ্রামে মন্দিরে কোরআন পোড়ানোর ভুয়া ভিডিও ভাইরাল, পুলিশ জানাল আসল সত্য

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওকে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রমাণ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

চট্টগ্রামে মন্দিরে কোরআন পোড়ানোর ভুয়া ভিডিও ভাইরাল, পুলিশ জানাল আসল সত্য 1

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে হাটহাজারীর একটি মন্দিরের পূজামণ্ডপে কোরআন শরীফ পোড়ানো হয়েছে।

বিষয়টি জানামাত্রই অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) ও হাটহাজারী থানার ওসি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, ভিডিওর সঙ্গে উল্লিখিত মন্দিরের কোনো মিল নেই।

তদন্তে ওঠে আসে, ভিডিওতে যেসব টাইলস দেখা যায়, মন্দিরটিতে তেমন কোনো টাইলস নেই। দ্বিতীয় তলার একটি ছোট কক্ষে ভিন্ন ধরনের টাইলস থাকলেও সেগুলো ভিডিওর সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়। এছাড়া ভিডিওতে দুর্গাপ্রতিমা থাকলেও সংশ্লিষ্ট মন্দিরে এখনও দুর্গাপূজা শুরু হয়নি; শুধু একটি স্থায়ী কালী প্রতিমা রয়েছে। ফলে ভিডিওর সঙ্গে বাস্তব চিত্রের কোনো মিল পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হাটহাজারী থানার অধীন এলাকায় ভিডিওতে প্রদর্শিত মন্দিরের মতো কোনো জায়গাই নেই। তাই এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত হয়েছে। জনগণকে গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। একইসঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাঠ পর্যায় ও সাইবার দুনিয়ায় তারা সতর্ক অবস্থানে আছে এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm