মিরসরাই কলেজ গেটে রক্ত ঝরিয়ে এবার তিন ছাত্রদল নেতা বহিষ্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষের পর তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হন। এর পরদিন সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, নিজামপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম হোসেন ও কাটাছড়া ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈম সরকার। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

দলীয় সিদ্ধান্তে বলা হয়, বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কলেজ গেটের এই ঘটনায় আহতরা হলেন আরিফ হোসেন, মোহাম্মদ রাশেদ, আরিফুল ইসলাম, মনির হোসেন ও রুমেল। আহতদের মধ্যে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল চৌধুরী এবং বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান অনুসারী ছাত্রদল নেতা নাঈম সরকারের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা গেছে, রোববার সকালে নিজামপুর কলেজে ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিকেলে ছাত্রদলের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। পরে সন্ধ্যায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর আগে গত ২৯ জুলাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে তাদের বিরুদ্ধে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। অভিযুক্ত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm