চট্টগ্রামে সিএনসি গ্রুপের কর্মীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা, এপিক হেলথের সঙ্গে চুক্তি

চট্টগ্রামের প্রথম আইএসও ১৫১৮৯ স্বীকৃত ল্যাব এপিক হেলথ কেয়ার এবং স্বনামধন্য সিএনসি গ্রুপের মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরে এপিক হেলথ কেয়ারের কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সিএনসি গ্রুপের পক্ষ থেকে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবিকে মহিউদ্দিন শামিম এবং এপিক হেলথ কেয়ার লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর টিএম হান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় সিএনসি গ্রুপের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার (পিতা-মাতা, স্বামী–স্ত্রী ও সন্তান) এপিক হেলথ কেয়ারের আধুনিক স্বাস্থ্য ও রোগনির্ণয় সেবা বিশেষ ছাড়ে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে সিএনসি গ্রুপের ডিজিএম মো. শাহিদুল হাসান, এপিক হেলথ কেয়ারের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ জসিম উদ্দিন, ডিজিএম (অপারেশনস অ্যান্ড অ্যাডমিন) ডা. সোমেন পালিত এবং ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট) মো. ইমতিয়াজ শানু উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm