দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সর্বজনীন শ্রীশ্রী মহাশ্মশান কালি ও শিব মন্দির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ।
সোমবার (২ জুন) বিকালে জঙ্গল সলিমপুর ২ নম্বর সমাজ এলাকায় ক্ষতিগ্রস্ত মন্দির কমিটি ও স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন।
পরিদর্শনকালে বিপ্লব পার্থ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু-মুসলিম সব ধর্মের মানুষ একসাথে বসবাস করে। কিন্তু যারা সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা করতে চায় তারা সমাজের শত্রু। যারা জঙ্গল সলিমপুর সর্বজনীন মহাশ্মশান কালি ও শিব মন্দিরে আগুন দিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কারণ হিন্দুদের জায়গা দখল করার চেষ্টা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। যারা ঘটনা ঘটিয়েছে, যারা মূল পরিকল্পনাকারী তাদের গ্রেপ্তার করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদল নেতা ডা. রাজীব বিশ্বাস, চান্দগাঁও স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু দেবনাথ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহসীন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রাজু দাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা নাফিজ শাহ।