চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের মোহরার আগুনে দগ্ধ স্কুলছাত্রী শশী ঘোষ মারা গেছে। এর আগে আগুনে শশীর দাদী ঘটনাস্থলেই মারা যান।
শশী ঘোষ (১২) জামালখানের সেন্ট মেরী’স স্কুলের পঞ্চম শ্রেণি ছাত্রী ছিল।
বুধবার (২৭ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় শশী।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের মোহরার মল্লর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটলে দগ্ধ হয়ে মারা যান গীতা রাণী ঘোষ। ঘরের অপর তিন সদস্য গীতা রাণীর ছেলে বিপ্লব ঘোষ, পুত্রবধূ কণা ঘোষ ও নাতনি শশী ঘোষ দগ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। এর মধ্যে বিপ্লব, কণা ও শশীর অবস্থা আশঙ্কাজনক হলে তাদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে বুধবার ভোর ৪টায় তার মৃত্যু হয়।
তবে এখনও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আছেন শশীর বাবা বিপ্লব ঘোষ (৪৯) ও মা কণা ঘোষ (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আরএ/ডিজে