কর্ণফুলীতে ১১ বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

থানায় মামলা নেয়নি, আদালতের দ্বারস্থ মা

চট্টগ্রামের কর্ণফুলীতে নিজের ১১ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক পাষণ্ড বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই বছর আগেও তিনি আরেক কন্যাকে ধর্ষণের চেষ্টা করেন বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মহি উদ্দিন (৩৫)।

সোমবার (২১ জুলাই) রাতে কর্ণফুলী থানার একটি বিশেষ অভিযানে তাকে চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যেরটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালতের দাখিলকৃত অভিযোগপত্র থেকে জানা গেছে, গত ২৫ মে সকাল ১১টার দিকে কর্ণফুলী থানার অধীন চরলক্ষ্যার কালা মিয়া সারাং বাড়িতে এই ঘটনা ঘটে।

ওই দিন ভুক্তভোগীর মা শাবনুর আক্তার (৪১) পারিবারিক ঋণের সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে প্রতিবেশীর বাড়ি যান। এই সুযোগে মহি উদ্দিন চকলেট ও চিপস হাতে নিয়ে বাড়িতে প্রবেশ করে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর মা শাবনুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ প্রথমে মামলা নিতে অস্বীকৃতি জানায়। এরপর ৭ জুলাই তিনি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬-এ সরাসরি অভিযোগ দায়ের করেন।

বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূইয়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলাটি গৃহীত হয়। আদালতের নির্দেশে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

জানা গেছে, মহি উদ্দিন ২০০৩ সালে শাবনুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তবে ৭ বছর আগে তিনি পারভীন আক্তার নামে আরেক নারীকে বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। ২ বছর আগে তিনি তার দ্বিতীয় কন্যাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসী মহি উদ্দিনকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং নিয়মিত স্ত্রী ও সন্তানদের ওপর শারীরিক নির্যাতন চালাতেন বলে জানান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাটি নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm