ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ জুলাই অর্থনীতি প্রথম পত্র/প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এর আগে সোমবার (২১ জুলাই) মধ্যরাত ৩টায় মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলোর মধ্যে ছিল—রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র বা গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘২৪/৭/২০২৫ তারিখ, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এদিকে সোমবার মধ্যরাতে দুই উপদেষ্টা নিজেদের ফেসবুক পেইজে পরীক্ষা স্থগিতের ঘোষণার পর নেটিজেনরা সমালোচনা শুরু করেন। অনেকে ফেসবুক পোস্টে লেখেন, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত মধ্যরাতে কেন! আবার অনেকে লেখেন, দেশ যেখানে শোকে কাতর তখন তারা পরীক্ষা নিতে ব্যস্ত।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্তের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।
মাইলস্টোনের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
ডিজে